পরিবারের সঙ্গে কথা বলার সময় হাবিব উন নবী খান সোহেল বলেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা সীমিত। দুর্ঘটনা ঘটলেই আমরা আলোচনা করি, কিন্তু পরে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। এখনই সময় বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার।
নিহত মাসুমার শরীরে ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি মাইলস্টোনের আয়া হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা। বোরহান উদ্দিন বড় মাইনকা গ্রামের আবুল কাশেমের মেয়ে। স্বামী প্রাইভেট কার চালক মো. সেলিম মিয়া। পরিবারের সঙ্গে মাইলস্টোন স্কুলের পাশেই ভাড়া বাসায় থাকতেন।